অশ্লীলতা নিয়ে একান্ত ব্যক্তিগত কিছু মতামত

অশ্লীলতা নিয়ে একান্ত ব্যক্তিগত কিছু মতামত আমরা যত আধুনিক হচ্ছি, যত শিক্ষিত হচ্ছি আমরা তত অশ্লীল হচ্ছি। যেদিকে তাকাই সেদিকেই অশ্লীলতা, আবার সেগুলি আমরাই করছি। আমি বলছি না আমি সুশীল। এখন কোন পণ্যের বিজ্ঞাপন দিতে হলেও নারীর অমার্জিত অংগভঙ্গি দরকার হয়। এগুলো অশ্লীলতা না!! শিক্ষা ক্ষেত্রেও অশ্লীলতা ঢুকে পড়ছে। যৌন শিক্ষার নামে কমলমতি শিক্ষার্থীদের মধ্যে যৌন সুরসুরি এবং কৌতুহল জাগিয়ে দেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থীর কেন জানা প্রয়োজন যে কনডম কিভাবে ব্যবহার করতে হয়, আমার বুঝে আসে না। আবার ফেসবুক খুল্লেই দেখছি বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের আর্ট। কিন্তু বেশির ভাগই হচ্ছে নারী দেহ কেন্দ্রিক। কেউ পুরোপুরি নগ্ন নারীর ছবি আর্ট করছে, আবার কেউ ভাজাইনা বিভিন্ন ভাবে আর্ট করছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো নাকি অশ্লীলতা না!! ধর্ষণ বিরোধী আনদোলন করছে ফেসবুকে নগ্ন নারী দেহকে ফুটিয়ে তুলে। এখন অনেকে বলবে আমি আর্ট বুঝি না। হ্যাঁ ভাই আর্ট বুঝি না কিন্তু অশ্লীলতা বুঝি। নগ্নতা যদি আর্ট হয়, পর্নোগ্রাফি কেন আর্ট নয়??? কিছুবছর আগে যখন স্মার্টফোন ছিলো না, পর্নোগ্রাফি ছিল না, এইসব অশ্লীলতা প্রকাশের মাধ্যম ছিল না তখনকার অবস্থা আর এখনকার অবস্থাও একটু মিলিয়ে দেখা দরকার। এখনকার অবস্থা হচ্ছে ক্লাস সিক্সের ছেলে মেয়েও সেক্স করে। তাদের যৌনতা সম্পর্কে পূর্ণ জ্ঞান আছে৷ আমার বাসার পাশেই এক ক্লাস ৮ এ পড়া মেয়ে প্রেগন্যান্ট। সেদিন আমার এক বড় আপু বলল তার বাসার পাশের বাসার এক মেয়ে নাকি প্রেগন্যান্ট, কিন্তু বুঝতে পারছে না বাচ্ছাটা কার, এখন নাকি ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে হবে কার বাচ্ছা৷আসে পাশের কোন ছেলের সাথে সেক্স করা তার বাকি নেই। অন্য একটা বিষয়ে কথা বলা যাক। মেয়েদের পোশাকের কোন দোষ নেই, ছেলেদের মানষিকতার দোষ। আচ্ছা, এই ধরনের মানুষিকতা তাহলে আসলো কিভাবে? যে ছেলেরা এগুলো বলেন তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার সামনে একজন নগ্ন নারী এসে দাড়ালে আপনার মনে কি উত্তেজনা সৃষ্টি হবেনা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আসলে হওয়ারই কথা কারণ এগুলো প্রকৃতির নিয়ম। এখন বলবেন আমি ত ধর্ষন করছিনা৷ হ্যাঁ ধর্ষণ করছেন না। কিন্তু উত্তেজিত ঠিকি হচ্ছেন৷ আমি ধর্ষনের সম্পর্কেও এসব বলছি না।৷ আমি একবারও বলছিনা শুধু পোশাক এর জন্য ধর্ষণ হয়। আমি শুধু অশ্লীলতা বুঝাচ্ছি। ধর্ষন অন্য টপিক। যেটা দেখে আপনার মনের ভিতর একটা উত্তেজনা সৃষ্টি হল বাসনা তৈরি হল সেটা যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা আসলে কি জিনিস??? নাকি অশ্লীলতা বলে কিছু নেই সবই মানুষিকতার সমস্যা!! এসব ছাড়াও সমাজে এখন অনেক ধরনের অশ্লীলতা বিরাজ করছে।অশ্লীলতাও সামাজিক অবক্ষয়ের একটি কারণ। বিঃদ্রঃ পোস্টে শুধু মাত্র অশ্লীলতা সম্পর্কে কথা বলা হয়েছে, কেউ বিকৃত মানুষিকতার পরিচয় দিয়ে অন্যদিকে নিয়ে যাবেন না। ধন্যবাদ।

Enter your User name

Enter your password:

Enter your username

Enter your password:

Confirm password:

Now online (0)
No user found