সব দোষ হুজুরের!

সব দোষ হুজুরের? যখন হুমায়ুন আহমেদ বলে "মেয়েরা চিনির মতো,পিঁপড়ার মতো চিমটে খেতে ইচ্ছে করে" তখন কেউ বলে না ছিহ! যখন হুমায়ুন আহমেদ বলে "মেয়েরা গর্ভবতী হলে গাভির মত লাগে", কেউ বলে না কত নিচু মানের কথা। তখন এসব হয়ে যায় সাহিত্য, আর্ট! যখন তাসলিমা নাসরিন বলে - " নারীর যৌনাঙের ঘ্রাণ শুকলে একটা পুরুষ রক্তক্ষরণ করে দিতে হিংস্র হয়ে যাবে" -- "নারীরা যৌনক্ষুধা পেলে নেকড়ে হয়ে যায়"। এসব বলার পর তাকে বলা হয়নি অশ্লীল চটি লেখিকা৷ বলা হয় সাহিত্যিক কবি। যখন হুমায়ুন আযাদ বলে - " ভার্সিটির মেয়েগুলারে দেখলে চুইঙামের মতো চিবিয়ে খেতে ইচ্ছে করে"! "আমার মেয়ে আমার সামনে যৌবন পার করছে অথচ সমাজের কারণে আমি তার সাথে কিছুই করতে পারছিনা"! এসব বলার পর কোনদিন কেউ বলে নি ছিহ! কত নিকৃষ্ট বাবা! যখন মিলন চৌধুরীরা বলে - নারীরা একেকটা রসগোল্লার মতো, খালি চাটতে ইচ্ছে করে! আরও কত কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী কত কী বলে গেছে, যেসব উক্তি বলা শুরু করলে একটা মোটা বই হয়ে যাবে। তবুও কখনো তাদের চরিত্র নিয়ে কেউ প্রশ্ন করে নি! কারণ সেগুলা ছিলো সব আর্ট! আর উপমহাদেশের জগদ্বিখ্যাত মহামনিষী প্রখ্যাত মুহাদ্দিস, একজন খোদাভিরু বুযুর্গ আলেম যখন বললেন " মেয়েরা তেতুলের মতো "! ব্যাস! শুরু হয়ে গিয়েছিলো এ বাক্য নিয়ে রাজনীতি। এক তেতুল শব্দ নিয়ে একযুগ ধরে তার চরিত্র তার নাম তার ছবি নিয়ে কত নিকৃষ্ট কথা বলা হয়েছিলো,হচ্ছে। অথচ এ বাক্যের বিহাইন্ড কেউ দেখলো না!তিনি কোনসব মেয়েদের উদ্দেশ্য করে তেতুল বলেছিলেন!? বোরকা পড়া হিজাব পড়া নিকাব পড়া মেয়েদের? নাকি ওয়েস্টার্ন ড্রেসাপ টাইট গ্যাঞ্জি আর জিন্স পড়ে রাস্তায় পশ্চাত দোলাতে দোলাতে যাওয়া নারীর উদ্দেশ্যে বলেছেন? এখন অনেকেই ছাগলের মতো ভেবে বসবেন তাদের সাথে কেনো শফি সাহেবের তুলনা করলাম! বস্তুত এখানে কারো সাথে কারো তুলনা উদ্দেশ্য নয়,যারা বিরোধিতা করে তারা শুধু এ কথার বিরোধিতা করে,ব্যাক্তির নয়। সে হিসেবে কবি সাহিত্যিক তারাও এমন কথা বলেছে,তখন তাদেরগুলো আর্ট হলে হুজুরেরটা কেন নারীবিদ্বেষ হবে!? কেনো তাদের সাথে তেতুলের সাদৃশ ? তারা যখন রাস্তা দিয়ে হেটে যায় প্রতিটা পুরুষ তার অনিচ্ছাসত্ত্বেও একবার দৃষ্টি দেয়! তখন স্বাভাবিক ভাবেই কত জনের কাছে তাদের তেতুলের মত লাগে কে জানে! আর কথা মূলত বলা হয়েছে রাস্তার বখাটে ইভটিজারদের উদ্দেশ্য করে! কিন্তু এ এক শব্দ নিয়ে এত রাজনীতি! মূলত সমস্যা কোথাও না,সমস্যা সব ওদের পশ্চাতে! মরিচের গুড়া আর তেতুলের রস ঢেলে দিলে সব সমস্যা বের হয়ে যেতো! #collected

Enter your User name

Enter your password:

Enter your username

Enter your password:

Confirm password:

Now online (0)
No user found